
প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে জিসান (২১) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার ভুলতা ইউনিয়নের মিঠাবো এলাকায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। জিসান উপজেলার মিঠাবো এলাকার আলমগীর হোসেনের ছেলে।
নিহত শিক্ষার্থী জিসানের চাচা জাহাঙ্গীর মোল্লা বলেন, তার ভাতিজা জিসান দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। মঙ্গলবার রাতে মিঠাব ব্রীজের উপরে নাইমসহ ১৫-২০ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে জিসানকে এলোপাথারিভাবে কুপিয়ে গুরুতর আহত করে। পরে পরিবারের লোকজন খবর পেয়ে জিসানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। জিসানের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়না তদন্ত করা হয়।
রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) জুবায়ের হোসেন বলেন, হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে পুলিশ কাজ করছে। নিহত শিক্ষার্থীর স্বজনরা এখনো থানায় এসে লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে মামলা নিয়ে আসামীদের গ্রেপ্তার করা হবে।