
ফাইল ছবি
নারায়ণগঞ্জে পবিত্র ঈদুল আজহাকে ঘিরে দর্শনার্থীদের জন্য প্রস্তুত করা হয়েছে পর্যটন কেন্দ্রগুলো। এসব কেন্দ্রের দর্শনার্থীদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে জেলা ট্যুরিস্ট পুলিশ।
রোববার (১৬ জুন) ট্যুরিস্ট পুলিশের নারায়ণগঞ্জ জোনের ইনচার্জ পরিদর্শক দেলোয়ার হোসেন এসব তথ্য জানান।
তিনি জানান, ইতোমধ্যে সোনারগাঁও জাদুঘর, পানাম সিটি, তাজমহলসহ বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলো ঈদকে ঘিরে প্রস্তুত করেছে কর্তৃপক্ষ। আমরা এসব কেন্দ্রের নিরাপত্তায় দর্শনার্থীদের জন্য কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি।
তিনি আরও জানান, আমাদের দুটি টিম সোনারগাঁও জাদুঘর ও পানাম সিটিতে থাকবে। একাধিক মোবাইল পেট্রোল টিম বাকি কেন্দ্রগুলোতে দায়িত্ব পালন করবে। এ ছাড়া সাদা পোশাকে সিভিল টিম বিশেষ নজরদারির দায়িত্ব পালন করবে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে।