শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

|

বৈশাখ ১২ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

এসি রুমের দিন শেষ, রাজপথের নেতাদের মূল্যায়ন হয়েছে : রনি

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০১:২৭, ১৪ সেপ্টেম্বর ২০২২

এসি রুমের দিন শেষ, রাজপথের নেতাদের মূল্যায়ন হয়েছে : রনি

ফাইল ছবি

নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি মহানগর বিএনপির নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে কমিটি রাজপথের নেতাদের দিয়ে হয়েছে দাবি করেছেন। তিনি বলেন, চলমান আন্দোলনে যারা মাঠে ছিল তাদেরকে কমিটি দেয়া হয়েছে। এর ধারাবাহিকতায় সারাদেশে যারা রাজপথে থাকবেন তাদেরকে মূল্যায়ন করা হবে। এসি রুমে বসে রাজনীতির দিন শেষ। আওয়ামীলীগ ও তাদের দলীয় প্রশাসনের সাথে যারা লড়াই করবেন তাদের নিয়েই আগামীতে সকল কমিটি হবে। জেলা যুবদল এই কমিটিকে স্বাগত জানায় এবং এজন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

জানা যায়, বিদ্যমান কমিটি বিলুপ্ত করে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির ৪১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর)। দলের বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটিতে যাদের রাখা হয়েছে, আহ্বায়ক অ্যাডভোকেট মো. শাখাওয়াত হোসেন খান, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির, যুগ্ম আহ্বায়ক আ. সবুর খান সেন্টু, যুগ্ম আহ্বায়ক হাজী নুরুদ্দীন, যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আতাউর রহমান মুকুল, যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন অনু, যুগ্ম আহ্বায়ক ফাতেহ মো. রেজা রিপন, যুগ্ম আহ্বায়ক এম, এইচ মামুন, যুগ্ম আহ্বায়ক আবু কাওসার আশা, সদস্য সচিব অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু, সদস্য অ্যাডভোকেট রফিক আহম্মদ, সদস্য হাজী ফারুক হোসেন
সদস্য আওলাদ হোসেন, সদস্য শওকত হোসেন সকু, সদস্য হাসান আহম্মদ, সদস্য মাহাবুব উল্লাহ তপন, সদস্য মাসুদ রানা, সদস্য ডা. মজিবর রহমান, সদস্য মাকিদ মোস্তাকিন সিপলু
সদস্য রাশিদা জামাল, সদস্য অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধান, সদস্য হান্নান সরকার, সদস্য অ্যাড. বিল্লাল হোসেন, সদস্য হাবিবুর রহমান দুলাল, সদস্য হাবিবুর রহমান মিঠু, সদস্য মনোয়ার হোসেন শোখন, সদস্য মো. বরকত উল্লাহ, সদস্য মো. আলমগীর হোসেন ,সদস্য অ্যাডভোকেট আনিসুর রহমান মোল্লা, সদস্য শহিদুল ইসলাম রিপন, সদস্য আমিনুর ইসলাম মিঠু, সদস্য ফারুক আহম্মদ রিপন, সদস্য মাহমুদুর রহমান, সদস্য অ্যাড. শরিফুল ইসলাম শিপলু, সদস্য শাখাওয়াতুল ইসলাম রানা, সদস্য মো. ফারুক হোসেন, সদস্য কামরুল হাসান সাউদ চুন্নু, সদস্য হুমায়ুন কবির
সদস্য শাহিন আহম্মদ।

এর মধ্যে ৯ জনই নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির বিএনপিপন্থী আইনজীবী।