
ফাইল ছবি
মুন্সিগঞ্জে পুলিশের সাথে সংঘর্ষে চিকিৎসাধীন অবস্থায় যুবদল নেতা শহিদুল ইসলাম শাওন (২৬) নিহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) রাতে এক বার্তায় এই নিন্দা জানান রবি।
এসময় তিনি বলেন, অবৈধ সরকারের অধীনে ঘটা প্রতিটি বিচারবহির্ভূত হত্যাকান্ডের বিচার হবে। আমি নিহত শাওনের রুহের মাগফিরাত কামনা করছি।
এর আগে বুধবার মুন্সিগঞ্জ মুক্তারপুর ব্রিজের পাশে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ হয়। শাওনসহ সংঘর্ষে আহত ৩ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শাওন।