
ফাইল ছবি
নারায়ণগঞ্জ থেকে কেন্দ্রীয় যুবদলের কমিটিতে পদ পাওয়ায় ৭ নেতাকে অভিনন্দন ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি।
বুধবার (২২ ফেব্রুয়ারি) যুবদলের ২৫১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি করা হয়েছে সুলতান সালাহউদ্দিন টুকুকে ও সাধারণ সম্পাদক করা হয়েছে মোনায়েম মুন্নাকে।
কমিটিতে পদ পাওয়া নারায়ণগঞ্জের ৭ নেতা হলেন- সহ সভাপতি গোলাম মোস্তফা সাগর, যুগ্ম সম্পাদক সাব্বির আহমেদ দিপু, সদস্য (সহ-সাধারন সম্পাদক পদমর্যাদা) দুলাল হোসেন, আইন বিষয়ক সম্পাদক নিহার হোসেন ফারুক, সদস্য সাদেকুর রহমান সাদেক, মমতাজ উদ্দিন মন্তু, এস আর সোহেল।
এদিকে কমিটিতে পদ পাবার পর এরা ৭ জনেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একই সাথে তাদের উপর অর্পিত দায়িত্ব আরো জোরালোভাবে পালনের দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেছেন।