বুধবার, ০৯ অক্টোবর ২০২৪

|

আশ্বিন ২৩ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

না.গঞ্জে হরতালের সমর্থনে সড়কে যুবদলের বিক্ষোভ 

প্রকাশিত: ১২:৫৯, ২০ নভেম্বর ২০২৩

না.গঞ্জে হরতালের সমর্থনে সড়কে যুবদলের বিক্ষোভ 

বিক্ষোভ মিছিল

নারায়ণগঞ্জে বিএনপির ডাকা ৪৮ ঘন্টা সর্বাত্মক হরতালের সমর্থনে শহরে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেছে মহানগর যুবদলের নেতাকর্মীরা।

সোমবার (২০ নভেম্বর) সকালে আদমজী চাঁনমারি নতুন সড়কের খানপুর বৌ বাজার থেকে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল বের করে মহানগর যুবদল। বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে হাজীগঞ্জ মোড়ে সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করে রাখেন। 

এ সময় মহানগর যুবদলের নেতাকর্মীরা সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিভিন্ন শ্লোগান দেন।

মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহমেদ জানান, হরতালের সমর্থনে আমরা শান্তিপূর্ণ মিছিল করেছি এবং তফসিল বাতিল ও সরকারের পদত্যাগের দাবীতে আমাদের কর্মসূচী অব্যাহত থাকবে।