ফাইল ছবি
নারায়ণগঞ্জের ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীর বহিস্কারাদেশ অবৈধ জানিয়ে তা প্রত্যাহার করেছেন ফাতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু।
বুধবার (৭ আগষ্ট) এক বিজ্ঞপ্তিতে একথা জানান তিনি।
এসময় রিয়াদকে বহিষ্কারের প্রক্রিয়াকে সংগঠনের গঠনতন্ত্রের লঙ্ঘন ও ব্যক্তিগত আক্রোশজনিত বলে মন্তব্য করেন টিটু।
তিনি বলেন, কাউকে বহিষ্কার করতে হলে অপরাধের সুস্পষ্ট প্রমানের ভিত্তিতে কারন দর্শানোর নোটিশ প্রেরণ করতে হয়। এছাড়াও সভাপতির উপস্থিতিতে তাকে না জানিয়ে এ ধরনের সাংগঠনির সিদ্ধান্ত নেয়া ভিত্তিহীন।
এসময় এ ধরনের অসাংগঠনিক কার্যকালাপের মাধ্যমে সংগঠনে বিশৃঙ্খলা সৃষ্টির সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যাবস্থা নেয়ার হুশিয়ারি দেন টিটু।