ফাইল ছবি
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বন্যার্ত মানুষের সহায়তার জন্য কেন্দ্রীয় বিএনপির ত্রাণ তহবিলে ত্রাণ সামগ্রী ও আর্থিক অনুূদান প্রদান করেছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সভাপতি ও নাসিক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।
শনিবার ৩১ আগষ্ট দুপুরে বিএনপির প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ ত্রাণ কমিটির আহবায়ক বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডা. এমএ জাহিদ, উপদেষ্টা এমএ সালাম ও ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এড.আব্দুস সালাম আজাদ-এর হাতে ত্রাণ সামগ্রী ২৫০০ লিটার বিশুদ্ধ পানি,শুকনা খাবার ও নগদ অর্থ তুলে দেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ দপ্তর সম্পাদক তাইফুর রহমান টিপু, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ সভাপতি মো.মোস্তাকুর রহমান,নারায়নগঞ্জ মহানগর বিএনপি নেতা জয়নাল আবেদীন, নুরুল হক চৌধুরী দিপু,রানা মুজিব,নাজমুল কবীর নাহিদ,আক্তার হোসেন খোকন শাহ,রিটন দে,জামাল হোসেন প্রমুখ।