রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫

|

অগ্রাহায়ণ ২৯ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বুদ্ধিজীবী দিবসের সভায় আইন শৃঙ্খলার অবনতি ও নিরাপত্তার শঙ্কা আলোচনায়

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১২:২৭, ১৪ ডিসেম্বর ২০২৫

বুদ্ধিজীবী দিবসের সভায় আইন শৃঙ্খলার অবনতি ও নিরাপত্তার শঙ্কা আলোচনায়

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা

নারায়ণগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় আসন্ন নির্বাচনকে ঘিরে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও প্রার্থীসহ রাজনৈতিক নেতৃবৃন্দের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। 

রোববার (১৪ ডিসেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজীব বলেন, আইন শৃঙ্খলার যেই পরিস্থিতি একসাথে দুজন মানুষও চলাফেরা করতে ভয় পায়, একজন তো নিরাপত্তাহীন। আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে বাহিনীগুলোকে আরো সক্রিয় ও কঠোর হতে হবে।

একই কথা বলেন জামায়াতে ইসলামী, এনসিপি, গণসংহতি আন্দোলনসহ উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ও সামাজিক সংগঠনের ব্যক্তিরা।

এসময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজনৈতিক নেতৃবৃন্দদের আশ্বাস দেন জেলা প্রশাসক ও জেলা পুলিশ। নির্বাচন সুষ্ঠু ও আনন্দময় পরিবেশে অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যাক্ত করেন তারা।