বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫

|

পৌষ ২ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে ডেভিল হান্ট ফেজ ২ এ গ্রেপ্তার ১৯

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:২৮, ১৭ ডিসেম্বর ২০২৫

নারায়ণগঞ্জে ডেভিল হান্ট ফেজ ২ এ গ্রেপ্তার ১৯

ফাইল ছবি

নারায়ণগঞ্জ জেলায় অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ১৯ জনে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৭ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে একথা জানায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- ফাহিম (৩৮), সহিদুল ইসলাম (৪৫), মোঃ রমিজ উদ্দিন ঢালী (৫৯), মহাসিন সিপাহি, (৪৫), মোঃ আরিফ মাহমুদ (৩০), মোঃ সাজু (৩১), মনিরুল ইসলাম রাসেল (৪৫), মোখলেছুর রহমান (৫৮), মোঃ আবুল হোসেন (৫৪), হাবিবুর রহমান তানভীর (২১), মোঃ শাহিন (৩২), মোঃ তাজুল ইসলাম, মোঃ আক্তার হোসেন (২৭), সাইদুল ইসিলাম (৩৫), মিজান মেম্বার (৪৬), সুফল চন্দ্র দাস (২১), মোমেন মোল্লা (৫২), মোঃ রাসেল (৪০)।

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, গ্রেফতারকৃত ১৯ জন আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে। 

এদিকে আসন্ন নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা জুড়ে চেকপোস্টের মাধ্যমে তল্লাশি ও নজরদারি চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।