শনিবার, ১০ জানুয়ারি ২০২৬

|

পৌষ ২৫ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সোনারগাঁয়ে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:২৫, ৮ জানুয়ারি ২০২৬

সোনারগাঁয়ে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ফাইল ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা পুলিশের অভিযানে এক কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (০৭ জানুয়ারি) বিকেলে মেঘনা টোলপ্লাজা সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পুলিশ চেকপোস্টে তল্লাশি চলাকালে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, কুমিল্লা থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস চেকপোস্টে পৌঁছালে থামার সংকেত দেওয়া হয়। বাসটি থামানোর পর এক যাত্রী নেমে কৌশলে পালানোর চেষ্টা করলে পুলিশ ফোর্সের সহায়তায় তাকে আটক করে।

আটক ব্যক্তির নাম মো. রুবেল (৩৫)। তিনি কুমিল্লা জেলার মুরাদপুর থানার ডালপা এলাকার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তার হেফাজত থেকে এক কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদক বিধি মোতাবেক জব্দ করা হয়েছে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিববুল্লাহ জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে বৃহস্পতিবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।