ফাইল ছবি
নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকায় সাম্প্রতিক সময়ে চোরের উৎপাত উদ্বেগজনক হারে বেড়ে গেছে।
এলাকাবাসীর অভিযোগ, প্রায় প্রতিদিন রাতেই কোনো না কোনো বাড়িতে চুরির ঘটনা ঘটছে। ফলে আতঙ্ক আর উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।
ভুক্তভোগীরা জানান, রাত হলেই চোরচক্র সক্রিয় হয়ে ওঠে। সুযোগ বুঝে জানালা দিয়ে নগদ টাকা, মোবাইল ফোন, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল নিয়ে যাচ্ছে তারা। অনেক ক্ষেত্রে এসির পাইপ, তার চুরি করে নিয়ে যাচ্ছে তারা।
স্থানীয়দের মতে, এলাকায় বর্তমানে ডিপ ড্রেন নির্মাণকাজ চলমান থাকায় স্বাভাবিক চলাচলে ব্যাঘাত ঘটছে। রাস্তা খানাখন্দে ভরা থাকায় পুলিশের নিয়মিত টহলও আগের তুলনায় কমে গেছে। এই সুযোগকেই কাজে লাগাচ্ছে চোরচক্র।
এলাকাবাসী আরও অভিযোগ করেন, পুলিশের উপস্থিতি কমে যাওয়ার ফলে শুধু চোরই নয়, মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের তৎপরতাও বেড়েছে। সন্ধ্যার পর থেকে বিভিন্ন অলিগলিতে সন্দেহজনক লোকজনের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে, যা এলাকার নিরাপত্তা পরিস্থিতিকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলছে।
এলাকাবাসীর দাবি, ডিপ ড্রেনের কাজ চললেও নিরাপত্তা ব্যবস্থা শিথিল রাখা যাবে না। নিয়মিত পুলিশ টহল ও নজরদারি বাড়ানো হলে চুরি ও মাদকের মতো অপরাধ অনেকটাই নিয়ন্ত্রণে আসবে বলে মনে করছেন তারা।
এবিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, আমরা এ বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখছি। মাসদাইর এলাকাসহ আশ পাশের এলাকার জন্য আমরা অতিরিক্ত পুলিশ টহল ও নজরদারি বাড়াচ্ছি। আর যাতে চোরের উৎপাত না হয় সেদিকে বিশেষ নজর রাখা হবে।

