শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

|

বৈশাখ ১৩ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সহিংসতা পরিহার, মানবাধিকার-আইনের শাসন নিশ্চিতের আহ্বান জাতিসংঘের

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:৪৮, ১৬ জানুয়ারি ২০২৪

সহিংসতা পরিহার, মানবাধিকার-আইনের শাসন নিশ্চিতের আহ্বান জাতিসংঘের

ফাইল ছবি

সহিংসতা পরিহার, মানবাধিকার ও আইনের শাসন নিশ্চিতের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক।

স্থানীয় সময় সোমবার (১৫ জানুয়ারি) সাংবাদিকের এক প্রশ্নের জবাবে এই আহ্বান জানান এই মুখপাত্র।

নির্বাচনকালীন বিএনপির কার্যক্রম নিয়ে করা প্রশ্নের জবাবে স্টিফেন ডুজারিক বলেন, ‌‘আগে যা বলেছি তা আবারও পুনরাবৃত্তি করবো- আমরা দলগুলোকে সব ধরনের সহিংসতা প্রত্যাখ্যান করতে ও সব মানবাধিকার এবং আইনের শাসন নিশ্চিতের আহ্বান জানাই।’

অন্য এক প্রশ্নের জবাবে নির্বাচনের আগে গণপরিবহনে আগুন দেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমরা সহিংসতাকে প্রশ্রয় দিই না। নির্বিশেষে তা যেই করুক না কেন।’

এর আগে গত ৯ জানুয়ারি সাংবাদিকের এক প্রশ্নের জবাবে মুখপাত্র স্টিফেন ডুজারিক বাংলাদেশে গণতন্ত্র সুসংহত ও অর্থনৈতিক অগ্রগতির জন্য মানবাধিকার নিয়ে কথা বলেন। সেদিন স্টিফেন ডুজারিককে এক সাংবাদিক প্রশ্ন করেন, ‘বাংলাদেশের জনগণ নির্বাচনের নামে শাসকগোষ্ঠীর বেপরোয়া দমন-পীড়নের শিকার হচ্ছেন। নিষ্পেষিত ও ভোটাধিকারবঞ্চিত জনগণের পাশে দাঁড়াতে কি ব্যবস্থা নিচ্ছেন জাতিসংঘ মহাসচিব? যেখানে আমরা প্রত্যক্ষ করেছি সপ্তাহান্তে বাংলাদেশে সব বড় রাজনৈতিক দলের ভোট বর্জন, ভোট জালিয়াতি, ভীতি প্রদর্শনের মাধ্যমে একপক্ষীয় ডামি নির্বাচন হয়েছে।’

ওই সাংবাদিকের করা এই প্রশ্নের জবাবে স্টিফেন ডুজারিক বলেন, ‘আগেই আমি বলেছি মহাসচিব একেবারে প্রকাশ্যে সব দলের প্রতি আহ্বান জানিয়েছেন, সব রকম সহিংসতা বন্ধ ও সব মানুষের মানবাধিকার নিশ্চিতে। বাংলাদেশে গণতন্ত্র সুসংহত ও অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিতে এটা অত্যাবশ্যক। আমরা যেসব সহিংসতা দেখেছি, তাতে অবশ্যই মহাসচিব উদ্বিগ্ন।’