কুয়াশা
এবার নারায়ণগঞ্জে পৌষ সংক্রান্তির আগে অনেকটা নামলো তাপমাত্রার পারদ। জেঁকে বসেছে শীত।
ভোরে ঘন কুয়াশা বাড়িয়েছে শীতের তীব্রতা। সন্ধ্যার পর থেকে হিমেল বাতাসে রাতে শীতের অনুভূতি। আর এতে অনেকটা স্থবির হয়ে পড়েছে জনজীবন।
আবহাওয়াবিদদের মতে, বছরের এ সময়ে উত্তর-পূর্ব ও উত্তর-পশ্চিম দিক থেকে শীতল বাতাস প্রবেশ করে। এ সপ্তাহের শেষে কিংবা আগামি সপ্তাহের শুরুতে উত্তর-পূর্ব দিক থেকে বাতাস প্রবেশ করতে পারে। এতে তাপমাত্রার পারদ কিছুটা কমে আসতে পারে।
এদিকে শীতে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। শিশু ও বৃদ্ধরা ঠান্ডাজনিত নানা রোগ নিয়ে ভর্তি হচ্ছেন হাসপাতালে। শীতের তীব্রতায় জমে উঠেছে গরম কাপড়ের ব্যবসা। ফুটপাত থেকে শুরু করে অভিজাত শপিংমলে শীতের কাপড়ের বেচাকেনা বেড়েছে।