ফাইল ছবি
নারায়ণগঞ্জের ফতুল্লায় অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় একটি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) ফতুল্লার আলীগঞ্জ কোয়ার্টার এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে ফ্রেস এলপিজি ডিলার "রহমান ট্রেডার্স"কে গ্যাস সিলিন্ডার বিক্রয়ে অতিরিক্ত মূল্য রাখায় ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
নারায়ণগঞ্জ জেলা ভোক্তা-অধিকার কর্মকর্তা হৃদয় রঞ্জন বণিক জানান, অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় একটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। আমাদের এই অভিযান চলমান থাকবে।

