প্রতীকী ছবি
বন্দর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকী মোটরসাইকেল চুরি ঘটনায় ২ চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো বন্দর থানার একরামপুর এলাকার মাদক সম্রাট হাবিবুর রহমান হাবিব মিয়ার ছেলে পেশাদার ও একাধিক মাদক মামলার আসামী রমজনন (৩৭) ও নবীগঞ্জ লতিফ হাজী মোড় এলাকার মৃত আব্দুল মান্নান মিয়ার ছেলে মাহাবুব (৩২)।
গ্রেপ্তারকৃতদের শনিবার (৩ জানুয়ারী) দুপুরে বন্দর থানার দায়েরকৃত ২(৯)২৫ নং মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ। গত শুক্রবার (২ জানুয়ারী) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত সোমবার (২৫ আগস্ট) বিকেলে বন্দর খানাবাড়ি মোড়স্থ নিজ বাড়ির গেটের সামনে থেকে ওই মোটরসাইকেলটি চুরি নিয়ে যায় অজ্ঞাত চোরের দল ।
মামলার তথ্য সূত্রে জানা গেছে, সাংবাদিক মহিউদ্দিন সিদ্দিকী পেশাগত কাজ শেষে করে বন্দর খানাবাড়িমোড়স্থ তার নিজ বাড়ির গেটের সামনে মোটরসাইকেলটি রেখে তার ফ্লাটে যায়। ওই সময় উৎপেতে থাকা চোরের দল কৌশলে উল্লেখিত বাড়িতে অনাধিকার প্রবেশ করে সাংবাদিকের ব্যবহৃত মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায়।

