ফাইল ছবি
নারায়ণগঞ্জের ফতুল্লায় বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ আদিল হত্যা মামলাী আসামি যুবলীগ কর্মী ওমর ফারুককে (৩৩) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৬ জানুয়ারি) ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃত আসামি মোঃ ওমর ফারখ (৩৩) ফতুল্লার চর কাশিপুর এলাকার মোঃ হযরত আলীর ছেলে।
এর আগে গত ২৫ জানুয়ারি দিবাগত রাত সোয়া ২টায় চর কাশিপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
ফতুল্লা থানার এস আই জহিরুল ইসলাম জানান, ৩৪ (৮)২৪ এজাহার মামলার আসামী ওমর ফারুককে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।

