মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

|

আষাঢ় ১৬ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আড়াইহাজারে যুবদল নেতাকে স্বপদে পুনর্বহাল

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৫:৫৬, ২৯ অক্টোবর ২০২৪

আড়াইহাজারে যুবদল নেতাকে স্বপদে পুনর্বহাল

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার হাইজদী ইউনিয়ন যুবলের সাধারণ সম্পাদক মীর মেহেদী হাসান রানাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেয়ার পর পুনরায় স্বপদে বহাল করা হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ হাবিবুর রহমান সেলিম ও সদস্য সচিব মোঃ খোরশেদ আলম ভূঁইয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

এসময় রানার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ প্রমানিত না হওয়ায় তার অব্যাহতির আদেশ প্রত্যাহার করে পুনরায় সাধারণ সম্পাদক পদে বহাল করা হয়েছে বলে জানান নেতারা।