শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪

|

অগ্রাহায়ণ ২৯ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

তারেক রহমানের মুক্তি ছাড়া দেশে গণতন্ত্র ফিরে আসবে না : রতন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:২৯, ১০ নভেম্বর ২০২৪

তারেক রহমানের মুক্তি ছাড়া দেশে গণতন্ত্র ফিরে আসবে না : রতন

বিক্ষোভ মিছিল

খালেদা জিয়া ও তারেক রহমান মুক্তি পরিষদের কেন্দ্রীয় সভাপতি রফিকুল ইসলাম রতন বলেছেন, আপনারা সারাদিন আওয়ামী লীগের মিথ্যা প্রচারণায় এখানে এসেছেন। আমরা বলতে চাই তারেক রহমানের মুক্তি ছাড়া দেশে গণতন্ত্র ফিরে আসবে না। তারেক রহমানকে ছাড়া বাংলাদেশে কোন নির্বাচন হবে না। জাকির খানের মিথ্যা মামলা প্রত্যাহার সহ মুক্তি দাবি জানাই। মামুন খানের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি করছি।

রোববার (১০ নভেম্বর) নারায়ণগঞ্জে খালেদা জিয়া ও তারেক রহমান মুক্তি পরিষদের বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে একথা বলেন তিনি।

তিনি আরও বলেন, আগামী নির্বাচনের জন্য অবিলম্বে তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। তারেক রহমানকে আমরা দেশে ফিরিয়ে আনবো।

খালেদা জিয়া ও তারেক রহমান মুক্তি পরিষদের নারায়ণগঞ্জ জেলা সভাপতি মোঃ সেলিম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খালেদা জিয়া ও তারেক রহমান মুক্তি পরিষদের কেন্দ্রীয় সভাপতি মো: রফিকুল ইসলাম রতন। বিশেষ অতিথি ছিলেন, খালেদা জিয়া ও তারেক রহমান মুক্তি পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ডাঃ আরিফুর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমান মুক্তি পরিষদের নারায়ণগঞ্জ জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ মোঃ শাহ আলম শামীম, সিনিয়র সহ-সভাপতি মোঃ মেহেদী হাসান শাহিন, সাংগঠনিক সম্পাদক মোঃ নাছির ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসে প্রমুখ।