আবুল কাউসার আশা
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা বলেছেন, অনেকের এখন বিএনপির জন্য চিন্তা হচ্ছে, মায়া কান্না করছে। প্রাথমিক ভাবে যিনি মনোনীত তার বিরুদ্ধে কথা বললে নাকি দলকে তারা বহিষ্কারের সুপারিশ করবে। আপনারা সচেতন, ২০১৮ সালের নির্বাচনে বিএনপি এসেছিল তখন কোথায় ছিলেন। এখন যারা মায়াকান্না করে তারা আসলে দলের না, তারা মালের। তখনও শিল্পপতি পছন্দ ছিল মালের কারণে এখনও শিল্পপতি পছন্দ মালের কারণে।
শুক্রবার (২৮ নভেম্বর) বন্দরে বিএনপির জনসভায় অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি আরও বলেন, আমাদের বন্দরে কারা নির্যাতিত নেতাদের নাকি ক্রেস্ট দেয়া হচ্ছে। আমরা যারা কারা নির্যাতিত তাদের জন্য ক্রেস্ট জরুরি না কারা নির্যাতিত নেতা আমাদের জন্য বলশি জরুরি।
তিনি বলেন, মধুর সমস্যায় আছি। এখনও যদি চিন্তা করি মাসুদ সাহেবের পাশে দাঁড়াবো মানুষ জিজ্ঞেস করবে কী ভাই কত পেলেন? কত টাকা দিল? আজ আপনি দোসরদের নিয়ে মাঠ দখলের চেষ্টা করছে।
আমাদের ভাঙার অনেক চেষ্টা করেছেন। যতবার ভাঙার চেষ্টা করবেন ততবার তার চেয়ের শক্তিশালী ভাবে মাঠে নামবো। আপনি কিনেছেন টাকা দিয়ে, আমরা কিনেছি ভালবাসা দিয়ে। আপনারা তারেক রহমানের নাম বিক্রি করেন। কথায় কথায় বলেন লন্ডনের মেসেজ। আমরা খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতি ঐক্যবদ্ধ। কোন মেসেজ থাকলে আমাদের সরাসরি দেয়া হবে। আপনাদের টাকার প্রয়োজন আমাদের নয়, আমাদের সম্মান প্রয়োজন। এই নতুন বাংলাদেশ কোন দোসরের পক্ষে দাঁড়ানোর জন্য নয়। সর্বশক্তি দিয়ে দেখেন আমার মত আশাকে নিতে পারেন কীনা।

