শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫

|

অগ্রাহায়ণ ১৩ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সোনারগাঁয়ে সুতা ব্যবসায়ীকে কুপিয়ে চার লক্ষাধিক টাকা ছিনতাই

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:৫৮, ২৮ নভেম্বর ২০২৫

সোনারগাঁয়ে সুতা ব্যবসায়ীকে কুপিয়ে চার লক্ষাধিক টাকা ছিনতাই

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একরামুল হক (৫৫) নাম এক সুতা ব্যবসায়ীকে কুপিয়ে চার লাখ বিশ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। 

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে উপজেলার মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। আহত ব্যবসায়ীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

আহত সুতা ব্যবসায়ী একরামুল হকের ঘনিষ্ট বন্ধু রহমত আলী জানান, ব্যবসায়ী একরামুল হক মোগরাপাড়া এলাকার বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে বাকিতে সুতা নিয়ে ঢাকায়  বিক্রি করে থাকেন। সপ্তাহের বৃহস্পতিবার তিনি পাওদারদের টাকা পরিশোধ করে থাকেন। ময়মনসিংহের বাসিন্দা হলেও  দীর্ঘদিন ধরে মোগরাপাড়া ইউনিয়েনের রহমতপুর গ্রামে  বসবাস করে এ ব্যবসা করে আসছেন। বৃহস্পতিবার চার লাখ বিশ হাজার টাকা নিয়ে তার কাছে যাচ্ছিল। পথে মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের সামনে রাত সাড়ে নয়টার দিকে দু’তিনজন ছিনতাইকারী তার গতিরোধ করে সঙ্গে থাকা টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে একরামুল হক বাধা দিলে তাকে কুপিয়ে জখম করে টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এসময় তার ডাক চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে প্রথমে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

তিনি আরো জানান, ছিনতাইকারীদের ধাঁরালো অস্ত্রের আঘাতে একরামুল হকের ডান হাতের কব্জির দুটি রগ কেটে যায়। এতে করে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। বর্তমানে তার অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। কিছুটা সুস্থ্য হয়ে ফিরে থানায় অভিযোগ করবেন। 

রাজু আহমেদ নামের এক সুতা ব্যবসায়ী জানান, রহমতপুর গ্রামের বেশিরভাগ মানুষ ব্যবসায়ী। প্রতিদিন ঢাকায় ব্যবসায়ের কাজ শেষে বাড়ি ফিরে আসেন। মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ এলাকায় বিভিন্ন সময়ে ছিনতাইয়ের কবলে পড়তে হয়।বিভিন্ন সময়ে টাকা পয়সা ও মোবাইল ছিনিয়ে নেয়।গত ৫আগষ্টের পর প্রায় ১২-১৪টি ছিনতাইয়ের ঘটনা ঘটে। এতে তারা নিরাপত্তাহীনতায় থাকেন। ছিনতাইকারীর কবলে পড়ে ব্যবসায়ীরা সর্বস্ব হারাচ্ছেন। 

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খাঁন জানান, ছিনতাইয়ের ঘটনাটি জানা নেই। এ বিষয়ে কেউ থানায় অভিযোগ করেননি। ছিনতাইয়ের ঘটনার বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।