সোমবার, ১২ জানুয়ারি ২০২৬

|

পৌষ ২৭ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

জনগণের সেবার জন্য শতভাগ সফল হয় ফায়ার সার্ভিস: স্বরাষ্ট্র সচিব

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:১৯, ১০ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৮:২০, ১০ জানুয়ারি ২০২৬

জনগণের সেবার জন্য শতভাগ সফল হয় ফায়ার সার্ভিস: স্বরাষ্ট্র সচিব

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি বলেছেন, জনগণের সেবার জন্য শতভাগ সফল হয় ফায়ার সার্ভিস। একটি কলেই তারা সাড়া দেয়। সেই বাহিনীকে যদি আমরা সেভাবে গড়ে তুলতে না পারি তাহলে এর ব্যর্থতা আমাদের সকলের। তবে সরকারের সদিচ্ছা রয়েছে। শেষ সময়ে আমরা চেষ্টা করে যাচ্ছি।

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লার শিবু মার্কেট এলাকায় মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এতদিন যতটুকু নিরাপদ ছিলেন ততটুকু নিরাপদ আছেন। আমার স্ট্যাটিস্টিক্স বলে, বাংলাদেশে আগে যা খুন হতো তার থেকে অনেক কমে গেছে।

নির্বাচনের ওপর সাম্প্রতিক হত্যাকান্ডের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এখন কী প্রভাব ফেলবে, কী প্রভাব ফেলবে না ওটা বলা খুব মুসিবত। কে মারা গেল, তার ওপর নির্ভর করে।

উদ্বোধনী অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, ৬২ বিজিবি নারায়ণগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মির্জা মোহাম্মদ আরাফাত, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সী, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহ রায়হান কবির, নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন।