সোমবার, ১২ জানুয়ারি ২০২৬

|

পৌষ ২৭ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বিজিবির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ, শীতার্ত মানুষের পাশে নারায়ণগঞ্জ ব্যাটালিয়ন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:২৩, ১০ জানুয়ারি ২০২৬

বিজিবির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ, শীতার্ত মানুষের পাশে নারায়ণগঞ্জ ব্যাটালিয়ন

ফাইল ছবি

বিজিবি সদর দপ্তরের নির্দেশনায় নারায়ণগঞ্জ ব্যাটালিয়ন (৬২ বিজিবি) এর উদ্যোগে জেলার বিভিন্ন এলাকার শীতার্ত মানুষের মাঝে উষ্ণতা পৌঁছে দিতে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

​শনিবার (১০ জানুয়ারি) নারায়ণগঞ্জ ব্যাটালিয়ন (৬২ বিজিবি) এর ব্যবস্থাপনায় ব্যাটালিয়নের প্রশিক্ষণ মাঠে এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় প্রায় ৩০০ জন গরীব, দুঃস্থ ও শীতার্ত মানুষের হাতে কম্বল ও অন্যান্য শীতবস্ত্র তুলে দেওয়া হয়।

​এই মানবিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ব্যাটালিয়ন (৬২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মির্জা মোহাম্মদ আরাফাত, পদাতিক। এছাড়াও উপ-অধিনায়ক মেজর মো. ফারজিন ফাহিম, পিবিজিএমএস, এসি এবং ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মো. জিয়াউর রহমান সহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা শীতবস্ত্র বিতরণে অংশ নেন।

​বিজিবির মানবিক উদ্যোগ
​বিজিবি কর্তৃপক্ষ জানিয়েছে, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনের মতো মূল দায়িত্ব পালনের পাশাপাশি সমাজের দরিদ্র ও বিপন্ন মানুষের আর্থসামাজিক উন্নয়নে বিজিবি নিয়মিতভাবে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। শীতকালে অসহায় মানুষের কষ্ট লাঘবের উদ্দেশ্যেই এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

​শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা গভীর সন্তোষ প্রকাশ করেছেন এবং বিজিবির এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গও এ সময় বিজিবির সামাজিক দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন।

​বিজিবি কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ভবিষ্যতেও দেশের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।