পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী
এবারের জাতীয় সংসদ নির্বাচনে পুলিশের ভূমিকার ওপরই নির্ভর করবে পুলিশ বাহিনীর সামগ্রিক ভাবমূর্তি। সাধারণ মানুষের আস্থা ও গ্রহণযোগ্যতা অর্জনের জন্য নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালন করতে হবে এমন মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।
শনিবার (১০ জানুয়ারি) নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সের মাল্টিপারপাস হলে আয়োজিত পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণের ২৪তম ব্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন-২০২৬কে সামনে রেখে নির্বাচনী দায়িত্ব সুষ্ঠু ও দক্ষতার সঙ্গে সম্পাদনের লক্ষ্যে এ প্রশিক্ষণ কার্যক্রমের আয়োজন করা হয়। উদ্বোধনের মাধ্যমে ২৪তম ব্যাচের প্রশিক্ষণার্থীদের নিয়ে আনুষ্ঠানিকভাবে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়।
বক্তব্যে পুলিশ সুপার আরও বলেন, নির্বাচনকালীন সময়ে পুলিশের প্রতিটি কার্যক্রম জনগণের নজরে থাকে। তাই দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো ধরনের পক্ষপাতিত্ব বা অপেশাদার আচরণের সুযোগ নেই। জনগণের অধিকার রক্ষা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখাই হবে পুলিশের মূল দায়িত্ব।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রসিকিউশন) মোহাম্মদ ইব্রাহিম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ইসরাত জাহান, পিপিএমসহ প্রশিক্ষণ কার্যক্রম সংশ্লিষ্ট অন্যান্য পুলিশ কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

