ফাইল ছবি
নারায়ণগঞ্জে বিগত বছরে বেশ কয়েকটি মর্মান্তিক দূর্ঘটনা ঘটে যা নাড়া দিয়েছিল সকলকেই। এর মধ্যে রূপগঞ্জে দম্পতির মৃত্যু ও ঢাকা চট্টগ্রাম মহাসড়কে হোটেল ব্যাবসায়ীর মৃত্যু উল্লেখযোগ্য।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায এক দম্পতি নিহত হন। এ ঘটনায় গুরুতর আহত হয় তাদের মেয়ে।
শুক্রবার (১০ নভেম্বর) বিকেলে উপজেলার তারাব পৌরসভার গন্ধবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দম্পতি হলেন- সোনারগাঁ পৌরসভার নয়ামাটি এলাকার ঠিকাদার নাজমুল ইসলাম ও তার স্ত্রী তাহমিনা আক্তার।
২২ ফেব্রুয়ারি বুধবার নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাড়ি থেকে কর্মস্থলে যাওয়ার পথে মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ হারান আবুল হাসনাত (৫৫) নামে এক খাবার হোটেল ব্যবসায়ী। সকালে মহাসড়ক অতিক্রমের সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবুল হাসনাত সোনারগাঁও উপজেলার সোনাখালি গ্রামের মৃত আব্দুল সামাদের ছেলে।
নিহতের ফুফাতো ভাই আয়নাল হক জানান, আবুল হাসনাত সোনাখালিতে খাবার হোটেলের ব্যবসা করতেন। তার হোটেল থেকে কিছুটা দূরেই তার বাড়ি। বুধবার সকাল ৯টার দিকে বাড়ি থেকে হোটেল যাওয়ার উদ্দেশে সোনাখালিতে রাস্তা পারাপার হওয়ার সময় দ্রুতগতির একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। এ সময় তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল নেওয়া হয়। তার অবস্থার অবনতি হলে বুধবার সকাল সোয়া ১০টায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।