
গার্মেন্টসে হামলা ও ভাংচুর চালিয়েছে দুর্বৃত্তরা
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি গার্মেন্টসে হামলা ও ভাংচুর চালিয়েছে দুর্বৃত্তরা। এসময় গার্মেন্টসের বিভিন্ন মালামাল লুট করে ও ফ্যাক্টরিতে অগ্নিসংযোগ করেন তারা। এছাড়াও গার্মেন্টসটির মালিক আফছার উদ্দিনের বাড়িতে হামলা ও ভাংচুর চালায় তারা।
মঙ্গলবার (৬ আগষ্ট) সকালে শহরের চাষাঢ়া এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
সকালে একদল দুর্বৃত্ত প্রথমে গার্মেন্টসটিতে হামলা চালায়। এসময় গার্মেন্টসে মূল ফটক ও ভবনে ভাংচুর চালায় তারা। এক পর্যায়ে গার্মেন্টসের বিভিন্ন মেশিন, মালামাল ও তৈরি পোশাক লুট করে নিয়ে যান তারা৷ এক পর্যায়ে গার্মেন্টসে আগুন ধরিয়ে দেন তারা।
দুপুরের দিকে ভাংচুরের এক পর্যায়ে দুর্বৃত্তরা গার্মেন্টসের মালিক আফছার উদ্দিনের বাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা। এসময় বাড়ি ভাংচুর করে মালামাল লুট ও অগ্নিসংযোগ করেন তারা।
গার্মেন্টসটির মালিক আফছার উদ্দিন আওয়ামী লীগের নেতাদের ঘনিষ্ঠ ছিলেন বলে দাবী করছিলেন হামলাকারীরা। যদিও তার পরিবারের দাবী ব্যাবসায়ীক কারণে বিভিন্ন দলের নেতাদের সাথে পরিচয় থাকলেও রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন না তিনি।