
প্রতীকী ছবি
নারায়ণগঞ্জে রাতভর টানা বৃষ্টি হয়েছে। গত ২৪ ঘন্টায় জেলায় ১৬৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে নিশ্চিত করেছে বাংলাদেশ ওয়েদার অবজার্ভার টিম।
সোমবার (২৮ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করে বাংলাদেশ ওয়েদার অবজার্ভার টিম।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে নারায়ণগঞ্জসহ আশেপাশের এলাকায় আগামী কয়েকদিন ভারী বৃষ্টিপাত হতে পারে।
দেশে বৃষ্টিবলয় 'ধারা' সক্রিয় হয়েছে। নারায়ণগঞ্জসহ আশেপাশের এলাকায় বৃষ্টিবলয় ধারার প্রভাবে ভারী মেঘমালার সৃষ্টি হয়েছে। ফলে আগামী তিন থেকে চারদিন এসকল এলাকায় তীব্র বৃষ্টিপাতের পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।