সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫

|

ভাদ্র ১৫ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

দম্পতিকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:৪৭, ৩১ আগস্ট ২০২৫

দম্পতিকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি 

ফাইল ছবি

বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের রানীজী এলাকার এক দম্পতিকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি। এলাকাবাসীর অভিযোগ ব্ল্যাকমেলিং করে সাধারণ মানুষকে জিম্মি করে মোটা অংকের অর্থ হাতিয়ে নেওয়াই তাদের কাজ।

ভোক্তভোগী মামুনুর রাশিদ জানান দুই বছর আগে আমি এই এলাকায় বাড়ি নির্মাণ করে অত্র এলাকার বাসিন্দা হই, আজ পর্যন্ত কোন ধরনের অপরাধ আমার বা আমার পরিবারের নামে এলাকাবাসী বলতে পারবেনা। অথচ শুনেছি রোমেনা নামে এক মহিলা আমার বাড়ির প্রতিবেশীও বলা চলে। সেই মহিলা তার মেয়েকে ব্যবহার করে আমার নামে একটি মিথ্যা মামলা দিয়েছে যা সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট। মিথ্যা মামলা দিয়ে যোর পূর্বক ভাবে আমাকে ১৭ দিন জেল খাটিয়েছে অথচ আদালতে কোন ধরনের ডুকুমেন্ট দেখাতে পারেনাই।
এবিষয়ে মামুনুর রশিদের স্ত্রী নাজনীন জানান আমরা এখানে বাড়ি করে, আসার পর থেকেই রোমেনা নামক মহিলা আমাদের টার্গেট করে তার স্কুল পড়ুয়া মেয়ে ফাড়িয়া আক্তারকে আমাদের বাড়িতে পাঠাতেন। আমরাও প্রতিবেশী হিসাবে যথেষ্ট স্নেহ মমতায় দেখেছি। অথচ ঐ মহিলা আমার স্বামীর নামে মিথ্যা হয়রানি মূলক মামলা দিয়ে বিনাদোষে ১৭ দিন জেল খাটিয়েছে। শুধু তাই থানা পুলিশ দিয়ে আমাকেও হুমকি দিয়েছেন। নাজনীন আরো জানান ঐ সময় বন্দর থানার ধামগড় পুলিশ ফাঁড়ির সাব-ইন্সপেক্টর মাহামুদ আলম আমার কাছে মামলা হালকা করে দেওয়ার কথা বলে নগদ ১২ হাজার টাকা নিয়ে যান, বর্তমানে আদালতের কাছে কোন ধরনের ডুকুমেন্ট হাজির করতে না পারায়। মামলা নিষ্পত্তি করে দেওয়ার কথা বলে নতুন করে ৫০ হাজার টাকা দাবি করেন দারোগা মাহামুদ আলম।

এবিষয়ে জানতে চাইলে এলাকাবাসী জানান রোমেনা মহিলার একাধিক বিবাহ হয়েছে। এই সন্তান দুইটি নিয়েও রয়েছে সন্ধীহান। আমরা এলাকাবাসী এই মিথ্যা মামলার বিচার চাই। 
এবিষয়ে জানতে চাইলে বন্দর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ লিয়াকত আলী জানান বিষয়টি দেখতাছি আপনি দম্পতিকে থানায় যোগাযোগ করতে বলেন। অন্যায়কারী যেই হউক আইনের আওতায় আসতে হবে।