শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪

|

ভাদ্র ২৯ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে চাঁদাবাজদের কবল থেকে তিন জিম্মি উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:২৪, ৪ সেপ্টেম্বর ২০২৪

নারায়ণগঞ্জে চাঁদাবাজদের কবল থেকে তিন জিম্মি উদ্ধার

ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় চাঁদাবাজদের জিম্মি অবস্থা থেকে তিন নাবিককে উদ্ধার করেছে নৌ পুলিশ।

বুধবার (৪ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় কোস্টগার্ড।

সকালে ফতুল্লা এলাকার বুড়িগঙ্গা নদীর আলীগঞ্জ মাদ্রাসা ঘাটে দৈনন্দিন কাজের জন্য গেলে এমভি তাসমিয়া-১ এর তিন নাবিককে জিম্মি করে চাঁদা দাবী করে দুষ্কৃতকারীরা। পরে জাহাজটির মালিকপক্ষ জিম্মি নাবিকদের উদ্ধারের জন্য কোস্টগার্ডের সহায়তা করলে কোস্টগার্ডের এলটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে জিম্মিদের উদ্ধার করে।

এসময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চাঁদাবাজরা। পরে জিম্মিদের উদ্ধার করে কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে কোস্টগার্ড।