
অভিযান পরিচালনা করছে পরিবেশ অধিদপ্তর
নারায়ণগঞ্জে অবৈধ একটি কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং। বুধবার (৯ জুলাই) পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব আব্দুল্লাহ আল-মামুনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনার সময় নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বুধবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক এ এইচ এম রাসেদ।
অভিযানে রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইলের হোড়গাঁও এলাকায় এরাবিয়ান এন্টারপ্রাইজ নামে একটি কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরিবেশ ছাড়পত্র ও প্রয়োজনীয় অনুমোদন ব্যতীত কার্যক্রম পরিচালনার কারণে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ দূষণকারী অবৈধ কারখানা ও শিল্পপ্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে ও পরিবেশ রক্ষায় ভবিষ্যতেও নিয়মিতভাবে এমন কার্যক্রম পরিচালনা করা হবে।