
একেএম শামীম ওসমান
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, শেখ হাসিনা আওয়ামী লীগের সম্পদ না। শেখ হাসিনা এখন বাংলাদেশের সম্পদ। বঙ্গবন্ধুকে হত্যার পর আমাদের ভবিষ্যতকে মেরে ফেলা হয়েছে। শেখ হাসিনা আপনাদের সকলের সম্পদ। সুতরাং আপনাদের সিদ্ধান্ত নিতে হবে। আপনারা যদি চান এক দুই লাখ মানুষ মারা যায় ভেবেছেন কী হবে। এক হলি আর্টিজন হামলায় বিদেশি বায়াররা আসা বন্ধ করে দিয়েছিল। আর এ সুযোগ যদি তারা পায়। ওরা একটি পদলেহনকারী গ্রুপকে বসাতে চাচ্ছে। তখন এ দেশ আফগানিস্তান, সিরিয়ার মত হয়ে যাবে।
শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের চাষাঢ়ায় বিকেএমইএ'র নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি বলেন, আমি প্রথম যখন পার্লামেন্টে গিয়েছি তখনই এই ডিএনডি নিয়ে কথা বলেছি। আমি বলতে বলতে এক পর্যায়ে বললাম এটা করে দিবেন নয়ত পদত্যাগ করবো। তখন প্রধানমন্ত্রী এটা করে দিতে বললেন। আজ সেটার কাজ সেনাবাহিনী করছে।
তিনি আরও বলেন, এখানে সকল ব্যাবসায়ীরা আছেন। এখানে পলিটেকনিক্যাল স্কুল হচ্ছে, পাঁচশ শয্যা বিশিষ্ট হাসপাতাল হবে। আরও অনেক কাজ হবে। এতে করে শুধু নারায়নগঞ্জ নয়, উত্তরাঞ্চলের মানুষ এখান থেকে সুবিধা পাবে।
তিনি বলেন, আঠারশ পুলিশ দিয়ে যদি আমরা মনে করি সব হয়ে যাবে এটা সম্ভব না। এই সমস্যাগুলোর পেছনে কিছু লোক কাজ করে। আমরা এদের সাপোর্ট করি না। স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে চাই কে কোন দল করে দেখার দরকার নেই। আরেকটা মাদক সমস্যা। পুলিশকে সাথে নিয়ে আমাদের সকলকে মাঠে নামতে হবে।