মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

|

বৈশাখ ৯ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

পানির তীব্র সংকট সমাধানে মেয়রের কাছে আবেদন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৪:২৭, ৪ সেপ্টেম্বর ২০২১

পানির তীব্র সংকট সমাধানে মেয়রের কাছে আবেদন

বিশুদ্ধ পানির তীব্র সংকট

নারায়ণগঞ্জের সদর উপজেলার পশ্চিম তল্লা এলাকায় বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। আর এ সংকট সমাধানে সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর কাছে আবেদন জানিয়েছেন এলাকাবাসী। মেয়রও দ্রুত সমস্যা সমাধানে আন্তরিক তাই পাম্প বাসানোর উদ্যোগ নিয়ে কাজ শুরু করেছেন জানিয়েছেন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবুল আমিন। বুয়েট থেকে অনুমতি আসলেই পাম্প স্থাপন শুরু হবে বলে জানান তিনি।

বৃহস্পতিবার দুপুরে শহরের নিতাইগঞ্জ এলাকায় সিটি করপোরেশনের নগর ভবনের সিইওর কার্যালয়ে সিইও আবুল আমিনের মাধ্যমে মেয়র আইভীর কাছে স্মারকলিপি দেন এলাকাবাসী। ওইসময় এলাকাবাসীর উদ্দেশ্যে সিও আবুল আমিন এসব কথা বলেন।

৮৩ জন এলাকাবাসীর স্বাক্ষরযুক্ত ওই স্মারকলিপি সিও আবুল আমিনের হাতে এলাকাবাসীর পক্ষে তুলে দেন পশ্চিম তল্লা সবুজ বাগ জামে মসজিদ কমিটির সদস্য মো. মনির হোসেন, সদস্য ডা. জাকির হোসেন, বাসিন্দা মো. দেলোয়ার হোসেন ও মো. বেলাল।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ‘আমরা সদর উপজেলার পশ্চিমতল্লা সবুজবাগ এলাকার বাসিন্দা। যদিও আমরা সিটি করপোরেশনের এলাকার অন্তর্ভূক্ত না। তারপরও ওয়াসা যেহেতু আপনার আওতাধীন সেহেতু আপনার কাছে আমাদের এলাকায় পানির অসুবিধার কথা তুলে ধরছি। আমরা দীর্ঘদিন ধরে ওয়াসার পানি নিয়ে বিরম্বনায় আছি। বছরের অধিকাংশ সময় পানি পাই না। কারণ আমাদের মহল্লায় তল্লা বড় মসজিদ ও নূর হোসেন চেয়ারম্যানের বাড়িতে স্থাপনকৃত পি টিউবঅয়েল হতে পানি সরবরাহ করে থাকে।’

উল্লেখ্য যে, শীত মৌসুমে পানির সংকট কম হলেও গরম মৌসুম শুরুর প্রাক্কালেই এটা তীব্র থেকে তীব্রতর রূপ ধারণ করে। বর্তমানে পশ্চিম তল্লা, সবুজবাগ এলাকার প্রতি সদয়  বিবেচনা করে তল্লা বড় মসজিদ এর পাশের নতুন টিউবঅয়েল থেকে একটি পানির লাইন করে দিলে এলাকাবাসী পানির মহাসংকট হতে মুক্তি পেত। পানি সংকট নিরসনে খানপুর ওয়াসা অফিসে যোগাযোগ করেও অদ্যাবধি এর কোন সুরাহা পাইনি। চিঠিপত্রের আদান প্রদানের গেরাকলে আমরা দিশাহারা। গত ২ মার্চ এলাকাবাসী ওযাসা অফিসে যোগাযোগ করলে তারা জানান এ এলাকায় গভীর নলকূপ স্থাপন না করলে এর সুরাহা সম্ভব না। এ অবস্থায় পানির সংকট সমাধানে এ এলাকায় গভীর নলকূপ স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন করছি।

পশ্চিম তল্লা সবুজ বাগ জামে মসজিদ কমিটির সদস্য মো. মনির হোসেন বলেন,‘সিইও সাহেব আমাদের আশ্বাস দিয়েছেন দ্রুত সমস্যা সমাধান করে দিবেন। এজন্য তিনি ওয়াসার প্রকৌশলীকেও নির্দেশ দিয়েছেন।’

সিইও আবুল আমিন বলেন,‘ইতোমধ্যে ওই এলাকার পানির সমস্যা সমধানে পাম্প বসানোর কাজ শুরু হয়েছে। পাম্প বসানোর জন্য বুয়েটের অনুমোদন নিতে হয়। সেইজন্য আবেদনও করা হয়েছে। এখন বুয়েট থেকে যখন অনুমতি দিবে তখনই পাম্প বসানোর কাজ শুরু হবে। এ পর্যন্ত এলাকাবাসীকে ধর্য্য ধরে সহযোগিতার আহবান জানান তিনি।’

সিইও আরো বলেন,‘সবুজ বাগ এলাকাবাসীর জন্য মেয়র অনেক আন্তরিক। মেয়র আপনাদের জন্যই দ্রুত পাম্প বসাচ্ছেন। বুয়েটের অনুমতি পেলেই দ্রুত কাজ শুরু হবে। এছাড়াও লাইনের যে আবেদন করেছেন পাম্প বসানোর পরও যদি পানির সংকট থেকে যায় তাহলে বিষয়টি আমরা সমাধান করবো।’
সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী (পানি সরবরাহ বিভাগ) মো. নাজিম উদ্দিন বলেন,‘দীর্ঘদিনের পুরাতন পাম্প হওয়ায় চাহিদা অনুযায়ী পানি সরবরাহ করা সম্ভব হচ্ছে না। মনে করেন, ‘এখানে পানির প্রয়োজন ৩ হাজার লিটার সেখানে পানি উঠছে ১ হাজার লিটার।’ যার কারণে পানির সমস্যা দেখা দিয়েছে।’

তিনি বলেন,‘এ পানির সংকট সমাধানে নতুন পাম্প বসানো হচ্ছে। বুয়েট থেকে অনুমতি আসলেই পাম্প বাসানো হবে। তখন আর পানির সমস্যা থাকবে না।’