সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

|

অগ্রাহায়ণ ৩০ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

প্রচার কর্মসূচির প্রস্তাব রিটার্নিং কর্মকর্তাকে জানাতে হবে, অবহিত করতে হবে পুলিশকেও

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:২৭, ১২ ডিসেম্বর ২০২৫

প্রচার কর্মসূচির প্রস্তাব রিটার্নিং কর্মকর্তাকে জানাতে হবে, অবহিত করতে হবে পুলিশকেও

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচার কর্মসূচির প্রস্তাব জমা দিতে হবে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে। একই সঙ্গে জনসভা আয়োজনের ক্ষেত্রে প্রার্থীদের সভা শুরুর কমপক্ষে ২৪ ঘণ্টা আগে স্থানীয় পুলিশকে অবহিত করতে হবে। 

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণ বিধিমালা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) জারিকৃত এক প্রজ্ঞাপনে এসব নির্দেশনা জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, নির্বাচনি প্রচারণা শুরুর পূর্বে রাজনৈতিক দল বা প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের কাছে প্রচারণা কর্মসূচির প্রস্তাব দাখিল করতে হবে। একই স্থানে ও একই সময়ে একাধিক দল বা প্রার্থীর কর্মসূচি থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজন অনুযায়ী তার সমন্বয় করবে।

এতে আরও বলা হয়, কোনো প্রার্থী জনসভা করতে চাইলে প্রস্তাবিত সভার স্থান ও সময় কমপক্ষে ২৪ ঘণ্টা পূর্বে স্থানীয় পুলিশকে জানাতে হবে। জনসভার দিন ওই এলাকায় চলাচল ও আইন-শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ।

প্রজ্ঞাপনে প্রচারসামগ্রীর বিষয়ে বলা হয়, সংসদীয় আসনের প্রতিটি ইউনিয়ন বা পৌরসভা বা মহানগর এলাকার প্রতিটি ওয়ার্ডে একটি, অথবা সমগ্র নির্বাচনি এলাকায় সর্বোচ্চ ২০টি; যেটি বেশি হয় তার অতিরিক্ত বিলবোর্ড ব্যবহার করা যাবে। কোনো প্রার্থী বা তার পক্ষে অন্য কেউ প্রতিদ্বন্দ্বীর ফেস্টুন, ব্যানার বা বিলবোর্ডের ওপর নিজের প্রচারসামগ্রী টাঙাতে পারবেন না; এগুলোর ক্ষতিসাধন বা বিকৃতিও করা যাবে না।

এছাড়া কোনো নির্বাচনি এলাকায় একক কোনো জনসভায় একই সঙ্গে তিনটির বেশি মাইক্রোফোন বা লাউডস্পিকার ব্যবহার করা যাবে না। তবে সাধারণ প্রচারণায় ব্যবহৃত লাউডস্পিকারের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।