রোববার, ১৮ জানুয়ারি ২০২৬

|

মাঘ ৪ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

মব সহিংসতা করে জুলাই ঐক্য নষ্টের ষড়যন্ত্র হচ্ছে: নুর

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:০৪, ১৮ জানুয়ারি ২০২৬

মব সহিংসতা করে জুলাই ঐক্য নষ্টের ষড়যন্ত্র হচ্ছে: নুর

ফাইল ছবি

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি মহল মব সন্ত্রাস করে দেশকে অস্থিতিশীল এবং রাজনৈতিক ফায়দা লুটতে নানা বিভেদ সৃষ্টির মাধ্যমে জুলাই ঐক্য নষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত।

তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে শনিবার (১৭ জানুয়ারি) রাতে নারায়ণগঞ্জের ফতুল্লার তল্লা রেললাইন এলাকায় অনুষ্ঠিত শোক সভা ও দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

নুর বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পূর্বে একটি মহল ফ্যাসিস্ট সরকারবিরোধী অবস্থান নিয়ে জনগণের আস্থা অর্জন করেছিল। তবে ৫ আগস্টের পরে তারা রাতারাতি বদলে যায়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের উদ্দেশ্যে তারাই এখন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের ভারতের দালাল বলে অ্যাখ্যা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টি করছে।

বিশ্বের কাছে বাংলাদেশকে তারা অস্থিতিশীল রাষ্ট্র হিসেবে চিহ্নিত করতে চাইছে বলেও অভিযোগ করেন তিনি।

নুর বলেন, ৫ আগস্টের পরে আইন উপদেষ্টা আসিফ নজরুলের চরিত্রহনন করা হয়েছে। তাকে ভারতীয় দালাল বানানো হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ভারতীয় দালাল বানায়, সালাহউদ্দিনকে ভারতীয় দালাল বানায়, আমীর খসরু মাহমুদ চৌধুরীকে ভারতীয় দালাল বানায়, রুমিন ফারহানাকে ভারতীয় দালাল বানায়, আমাদেরকে বানায়, ইসরাইলের চর বানায়।

নুর প্রশ্ন করে বলেন, এরা কারা? ৫ আগস্টের পূর্বে অনেকেই আমাদের পক্ষে ছিল। সরকারবিরোধী কথা বলে ভিডিও বক্তব্যও দিয়েছিল। তাই আমরা তাদের নিজের মনে করেছিলাম। কিন্তু তারা নির্বাচনকে সামনে রেখে গত ১৫ মাসে দেশের মধ্যে মব ভায়োল্যান্স করে দেশকে একটি অস্থিতিশীল রাষ্ট্র হিসেবে বিশ্বের কাছে পরিচয় ও রাজনৈতিক ফায়দা নিতে নানাভাবে আমাদের জুলাই ঐক্য নস্যাতের চেষ্টা করেছে।

বিভেদ, বিদ্বেষ ছড়িয়ে একটি অসহিষ্ণু সমাজ ব্যবস্থা তৈরি করার চেষ্টা করেছে তারা বলেও জানান তিনি।

‘ঢাকাস্থ গলাচিপা-দশমিনার সর্বস্তরের জনগণ’ ব্যানারে আয়োজিত এই শোক সভায় গণঅধিকার পরিষদের জেলা ও মহানগরের নেতারাসহ স্থানীয় ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।