শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬

|

মাঘ ৩ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আড়াইহাজারে ব্যাবসায়ীর বাড়িতে ডাকাতি, টাকা স্বর্নলংকার লুট

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:৪৬, ১৭ জানুয়ারি ২০২৬

আড়াইহাজারে ব্যাবসায়ীর বাড়িতে ডাকাতি, টাকা স্বর্নলংকার লুট

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে গভীর রাতে ব্যাবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। 

শুক্রবার (১৬ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ফতেপুর ইউনিয়নের সিঙ্গারপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

এসময় গ্রামের মৎস্য ব্যবসায়ী সিরাজুল ইসলামের বাড়িতে ২৫ থেজে ৩০ জনের একটি ডাকাত দল হানা দেয়। ঘরে দরজা ভেঙ্গে ডাকাত দল প্রবেশ করে অস্ত্রের মুখে পরিবারের লোকজনকে জিম্মি করে লুটপাট চালায়। 

সিরাজুল ইসলাম জানান, মধ্যরাতে ডাকাতদের একটি দল বাড়িতে আক্রমন করে। এসময় তারা ঘরের আলমারি ভেঙ্গে নগদ চল্লিশ হাজার টাকা, স্বর্ণালংকার, দুইটি মোবাইল ফোনসহ মূল্যবান আসবাবপত্র লুটে নেয়। এসময় নগদ টাকা কম পাওয়ায় ফের ডাকাতির হুমকির দেয় তারা।

এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলাউদ্দিন জানান, ডাকাতির অভিযোগ পেয়েছি। ডাকাতদল মুখোশ পড়ে থাকায় এখনও চিহ্নিত করা যায় নি। তবে তাদেরকে ধরার জন্য আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ চলছে।