শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬

|

মাঘ ৩ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আমি বহিষ্কার থাকার কথা না: তৈমুর 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১২:১৩, ১৭ জানুয়ারি ২০২৬

আমি বহিষ্কার থাকার কথা না: তৈমুর 

ফাইল ছবি

সাবেক বিএনপি নেতা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বলেছেন, আমি বিএনপি ও জনগণের সাথে ছিলাম এখনও আছি। পানি কাটলে দু টুকরো হতে পারে কিন্তু তৈমুর আলম খন্দকারের সাথে তৃণমূলের সম্পর্ক ছিন্ন করা যাবে না। দেশনেত্রী খালেদা জিয়া নেতাদের বলেছিলেন আমার তৈমুর কোথায়? তোমরা তাকে কেন বহিষ্কার করলা। তার কী দলে অবদান নেই। দলের চেয়ারপার্সনের এমন বক্তব্যের পরে তো আমি বহিষ্কার থাকার কথা না। তবুও আমি বলব আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি কৃতজ্ঞ। 

শনিবার (১৭ জানুয়ারি) বিএনপির প্রয়াত চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি। 

তিনি বলেন, নারায়ণগঞ্জে যখন সাত খুন হয়, এ বিষয়ে তখন বিএনপির হাই কমান্ডের সাথে আলাপ আলোচনা করে তিনি বললেন তৈমূর কোথায়। তার সাথে আলাপ আলোচনা করবো। তারপর আমাকে নারায়ণগঞ্জে ফোন করা হয়। আমি এসে দেখি ম্যাডাম সকলকে নিয়ে বসে আছে। পরবর্তীতে তিনি আমার মতামত চাইলেন, আমি মতামত দিলাম। সেই মতামতই তিনি গ্রহণ করলেন। তিনি বললেন তৈমূর যেভাবে বলেছে সেভাবে করো।

তিনি আরও বলেন, অনেক ঘটনাই আমার স্মৃতিতে আছে। আমি যখন গুলিবিদ্ধ হই আমি মনোয়ারা হাসপাতালে ভর্তি ছিলাম। ম্যাডাম নিজে আমাকে দেখতে আসে এবং দেখে একদিনের হরতাল ঘোষণা দেয় এবং আমাকে উন্নত হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়।