রোববার, ১৮ জানুয়ারি ২০২৬

|

মাঘ ৪ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে যেখানে তারেক রহমানের পথসভা, যেভাবে প্রস্তুতি নেবে দল

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:৪৯, ১৮ জানুয়ারি ২০২৬

নারায়ণগঞ্জে যেখানে তারেক রহমানের পথসভা, যেভাবে প্রস্তুতি নেবে দল

ফাইল ছবি

নারায়ণগঞ্জে আগামী ২২ জানুয়ারি দীর্ঘ দুই যুগ পর পথসভায় অংশ নিবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনী প্রচারণায় নারায়ণগঞ্জের দুটি উপজেলা সোনারগাঁ ও রূপগঞ্জ অথবা আড়াইহাজারে পথসভা করতে পারেন তারেক রহমান। পথসভাকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি। উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে চলছে ব্যাপক প্রস্তুতি।

সোনারগাঁয়ের ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পার্শ্ববর্তী কাঁচপুর বালুর মাঠে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হতে পারে। এদিকে আড়াইহাজার অথবা রূপগঞ্জে যেকোন একটি স্থানে নির্বাচনী পথসভায় অংশ নিয়ে বক্তব্য রাখতে পারেন তারেক রহমান।

তারেক রহমানের নারায়ণগঞ্জ সফরের বিষয়ে বিএনপির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের বিএনপির মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদ জানান, ২২ জানুয়ারি আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশে আসবেন। এখানে আড়াইহাজার অথবা রূপগঞ্জে জনসভা হবে ঢাকা সিলেট মহাসড়কের পাশে। রূপগঞ্জে হলে আড়াইহাজার থেকে ঢুকতে সুবিধা হবে। অনেকে ওদিকে যেতে সমস্যা হবে। আমরা সামগ্রিক বিষয় ও সিকিউরিটি বিবেচনা করে জায়গাটি ঠিক করবো। 

তিনি আরও বলেন, সেদিন জনসভায় বিপুল লোকসমাগমের প্রস্তুতি রয়েছে। আমাদের নেতার প্রথম কর্মসূচি নারায়ণগঞ্জে। এটা মাথায় রেখে আমাদের নেতাকর্মীরা সকলকে নিয়ে আসবেন। এই কর্মসূচিটি রাতে হবে। আমাদের নেতা যাওয়ার পথে কর্মসূচিটি হবে।