রোববার, ১৮ জানুয়ারি ২০২৬

|

মাঘ ৪ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ইসলামী ছাত্র আন্দোলনের ১০ দফা দাবিতে স্মারকলিপি প্রদান

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:৩২, ১৮ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৮:৪১, ১৮ জানুয়ারি ২০২৬

ইসলামী ছাত্র আন্দোলনের ১০ দফা দাবিতে স্মারকলিপি প্রদান

স্মারকলিপি প্রদান

নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি তোলারাম কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর মো. শহিদুল ইসলাম-এর কাছে আদর্শ ক্যাম্পাস গঠন ও ছাত্র অধিকার রক্ষার ১০ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, সরকারি তোলারাম কলেজ শাখা।

রোববার (১৮ জানুয়ারি) সকাল ১১টায় অধ্যক্ষের কার্যালয়ে সংগঠনের শাখা সভাপতি শাহ্ মুহাম্মাদ ছগির হোসেন-এর নেতৃত্বে এই স্মারকলিপি পেশ করা হয়।

স্মারকলিপিতে সাধারণ শিক্ষার্থীদের প্রত্যাশা ও ক্যাম্পাসের সার্বিক উন্নয়নের লক্ষ্যে সংগঠনের পক্ষ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাবনা ও দাবি তুলে ধরা হয়। প্রধান দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো:

ধর্মীয় অবকাঠামো: বর্তমান টিনশেড মসজিদের পরিবর্তে ৫ তলা বিশিষ্ট দৃষ্টিনন্দন মসজিদ কমপ্লেক্স নির্মাণ, জোহরের নামাজের সময় ক্লাসের বিরতি এবং উন্নত ওজুখানার ব্যবস্থা নিশ্চিত করা।

আবাসন ও পরিবহন: আবাসন সংকট নিরসনে দ্রুত ছাত্রবাস ও ছাত্রীবাসের সম্প্রসারণ এবং আসন সংখ্যা বৃদ্ধি করা; সেই সাথে কলেজ বাস সার্ভিসের রুট সম্প্রসারণ ও সময়ানুবর্তিতা নিশ্চিত করা।

নিরাপত্তা ও পরিবেশ: পুরো ক্যাম্পাস সিসিটিভি ক্যামেরার আওতায় আনা, ভবনের ছাদে শিক্ষার্থীদের প্রবেশ নিয়ন্ত্রণ এবং ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন করে 'গ্রিন ক্যাম্পাস' গড়ে তোলা।

শিক্ষার্থী কল্যাণ: ফরমফিলাপ ও সেশন ফি কমিয়ে আনা, লাইব্রেরিতে আধুনিক বই সরবরাহ এবং প্রতিটি ভবনে বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন।

ছাত্র সংসদ: ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় বৈষম্যহীন আচরণ এবং দ্রুত একটি নিরপেক্ষ ছাত্র সংসদ নির্বাচন নিশ্চিত করা।

স্মারকলিপি প্রদানকালে সভাপতি শাহ্ মুহাম্মাদ ছগির হোসেন বলেন, "আমরা বিশ্বাস করি এই যৌক্তিক দাবিগুলো বাস্তবায়ন করলে সরকারি তোলারাম কলেজ একটি আদর্শ বিদ্যাপীঠ হিসেবে দেশের সেরা হওয়ার গৌরব অর্জন করবে।"

অধ্যক্ষ প্রফেসর মো. শহিদুল ইসলাম স্মারকলিপিটি গুরুত্বের সাথে গ্রহণ করেন এবং কলেজের উন্নয়নে ইতিবাচক পদক্ষেপ নেওয়ার আশ্বাস প্রদান করেন। এ সময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।