ফাইল ছবি
নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট আবুল কালাম বলেছেন, আজকে নারায়ণগঞ্জ-৫ আসনের প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণা করছি। আজ থেকে আমাদের সূচনা। আমার এলাকাবাসী উৎসাহের সাথে অংশগ্রহণ করছে। মানুষের গত সতেরো বছরের দুঃখ দুর্দশা থেকে মুক্তির জন্য আজ উচ্ছ্বসিত হয়ে উঠেছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বন্দর উপজেলায় নির্বাচনী প্রচারণার সময় একথা বলেন তিনি।
তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে আমাদের নেতাকর্মীরা গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে মাঠে নেমেছি। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনের জন্য আমি সকলের কাছে দোয়া ও ভোট চাই।
তিনি আরও বলেন, নাগরিক দুর্ভোগ রয়েছে এখানে। বিশেষ করে শহরে রাস্তাঘাট ও যানজট সমস্যা অনেক বেশি। আমি নিজেও এর ভুক্তভোগী। যেহেতু এই সমস্যা আমার নখদর্পনে রয়েছে। আমি জনগণকে সাথে নিয়ে এ সমস্যা সমাধানে কাজ করবো।

