ফাইল ছবি
নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে নির্বাচিত হাতে পারলে উপজেলাকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যাক্ত করছেন সংসদ সদস্য প্রার্থীরা। আসনটিতে বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের ও স্বতন্ত্র সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।
আড়াইহাজার উপজেলার মূল সমস্যা এই উপজেলার যোগাযোগ ব্যাবস্থা। উপজেলা জুড়ে সড়কগুলোর বেহাল দশা। ঢাকা সিলেট মহাসড়কও এই আড়াইহাজার উপজেলার ওপর দিয়ে গেছে। মহাসড়কটির আড়াইহাজার অংশও ভঙ্গুর অবস্থায় আছে।
এছাড়াও উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নসহ বেশ কয়েকটি এলাকা বেশ দুর্গম। এসকল এলাকার যোগাযোগ ব্যাবস্থার উন্নয়নের প্রতিশ্রুতি বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের ইশতেহারে জায়গা করে নিয়েছে।
অন্যদিকে উপজেলার বড় একটি সমস্যা সন্ত্রাস, ও ডাকাতি। দেশজুড়ে ডাকাত প্রবণ এলাকা হিসেবে পরিচিত হয়ে উঠেছে আড়াইহাজার যা উদ্বেগজনক। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও ডাকাতির সমস্যা সমাধানের দাবী স্থানীয় ভোটারদের।
নারায়ণগঞ্জ-২ আসনে নজরুল ইসলাম আজাদ ধানের শীষের প্রার্থী, স্বতন্ত্র হিসেবে সাবেক সংসদ সদস্য আতাউর রহমান আঙ্গুর, জামায়াতে ইসলামীর মো. ইলিয়াস মোল্লা, ইসলামী আন্দোলনের মাওলানা মো. হাবিবুল্লাহ এবং কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি হাফিজুল ইসলাম, গণ অধিকার পরিষদের কামরুল মিয়া মাঠে আছেন।
জনগণের দাবী মাথায় নিয়েই তাদের দ্বারে যাচ্ছেন প্রার্থীরা। দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। এবিষয়ে নারায়ণগঞ্জ-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদ বলেন, নির্বাচিত হতে পারলে আমার মূল লক্ষ্য হবে আড়াইহাজার উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে রুপান্তরিত করা। আমাদের এলাকার জনগণের চিকিৎসা ও শিক্ষা নিয়ে কাজ করার ব্যাপারে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবো।
তিনি আরও বলেন, এই এলাকায় সন্ত্রাস ও ডাকাতির সমস্যার সাথে বেকারত্বের একটি সম্পর্ক রয়েছে। আমরা এসকল লোকজনদের জন্য কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে তাদের পুনর্বাসন করবো।
এদিকে জামায়াতে ইসলামীর সমর্থিত প্রার্থী মোঃ ইলিয়াছ মোল্লা জানান, আমাদের প্রধান প্রতিশ্রুতি হচ্ছে সুশাসন প্রতিষ্ঠা করা। চাঁদাবাজি নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাই আমাদের অগ্রাধিকার।
তিনি আরও বলেন, আমরা আড়াইহাজার উপজেলার মানুষের চাহিদা অনুযায়ী কাজ করবো। জনগণ যেভাবে চাইবে সেভাবেই আমরা কাজ করবো৷ এই উপজেলার অবকাঠামোগত অনেক উন্নয়ন প্রয়োজন। আমরা সেগুলো নিয়ে কাজ করবো।
নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে মোট ভোটার ৩ লক্ষ ৫৯ হাজার ২৪৯ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৮৪ হাজার ৬৮৩ জন এবং নারী ভোটার ১ লক্ষ ৭৪ হাজার ৫৬১জন। এ আসনে হিজরা ভোটার ৫ জন। এ আসনে মোট কেন্দ্রের সংখ্যা ১২৮টি এবং মোট ভোট কক্ষ ৭০৭টি। এ আসনে এখন পর্যন্ত ঝুকিপূর্ণ কোন কেন্দ্র নেই।

