ফাইল ছবি
নারায়ণগঞ্জ শহরের জুলাই শহীদ স্মৃতি স্তম্ভ থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের মনোনীত প্রার্থী এবসিপির আব্দুল্লাহ আল আমিন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে পাঠানটুলী এলাকায় জুলাই স্মৃতিস্তম্ভের সামনে থেকে প্রচারণা শুরু করেন তিনি।
এসময় নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মঈনুদ্দিন আহমদ বলেন, বহু বছর পর দেশের মানুষ ন্যায় ভিত্তিক সমাজ গঠনের জন্য প্রস্তুত হয়েছে। মানুষ আব্দুল্লাহ আল আমিনকে ভোট দিবে এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করবে বলে আমরা বিশ্বাস করি।
এসময় প্রচারণায় ভোট ও সাধারণ মানুষের কাছে দোয়া কামনা করেন আল আমিন।
প্রচারণায় নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল জব্বারসহ জামায়াতে ইসলামী ও এনসিপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

