বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

|

বৈশাখ ৪ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে এ্যাথলেটিকস ও গ্রামীণ ক্রীড়া  প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৪:৫৩, ১৩ জানুয়ারি ২০২৩

নারায়ণগঞ্জে এ্যাথলেটিকস ও গ্রামীণ ক্রীড়া  প্রতিযোগিতা অনুষ্ঠিত

গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা

নারায়ণগঞ্জে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে  অনুষ্ঠিত হল এ্যাথলেটিকস ও গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা  ও  পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ্যাথলেটিক ও গ্রামীণ প্রতিযোগিতায় নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় ১৫০ জন প্রতিযোগী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

বৃহস্পতিবার সকাল ১০টায় এ্যাথলেটিক ও গ্রামীণ ক্রীড়া  প্রতিযোগিতার উদ্বোধন হয়।

এ প্রতযিোগতিার উদ্বোধন করনে নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া অফিসার সুমন কুমার মিত্র। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলাগাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম খান।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমেদ, কলাগছিয়া ইউনিয়নের মেম্বার মফিজুল ইসলামসহ ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ।

নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া অফিসার সুমন কুমার মিত্র বলেন, ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২২-২০২৩ এর আওতায় নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া অফিসের আয়োজনে তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসার, ক্রীড়া প্রতিভার বিকাশ ও অন্বেষণ কার্যক্রমকে বেগবান করাসহ নতুন খেলোয়াড় সৃষ্টির লক্ষ্যে এ উদ্যোগ নেয়া হয়েছে। মূলত  গ্রামীণ  ক্রীড়ার ঐতিহ্য বজায় রাখতে এ ধরণের ক্রীড়া প্রতিযোগিতা অব্যহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি জানান, এ প্রতিযোগিতায় বিজয়ী খেলোয়াড়েরা আন্ত:স্কুল মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা ও আসন্ন শেখ কামাল আন্ত:স্কুল এ্যাথলেটিকস প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে। এ প্রতিযোগিতায় বিজয়ীদের নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া অফিসের পক্ষ হতে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিরা পুরস্কার  ও সনদপত্র তুলে দেন।