মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩

|

চৈত্র ৫ ১৪২৯

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সাব্বির হত্যা মামলায় জাকির খানের জামিন নামঞ্জুর 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৫:১১, ৭ মার্চ ২০২৩

সাব্বির হত্যা মামলায় জাকির খানের জামিন নামঞ্জুর 

আদালতে জাকির খান

নারায়ণগঞ্জের আলোচিত ব্যাবসায়ী নেতা সাব্বির আলম খন্দকার হত্যা মামলায় নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের জামিন নামঞ্জুর করেছে আদালত। এসময় মামলার বাদী ও অন্যতম সাক্ষী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারকে দ্বিতীয় দিনের মত জেরা করা হয়। 

সোমবার (৬ মার্চ) নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক উম্মে সরাবন তহুরার আদালতে মামলার সাক্ষ্যগ্রহণ শেষে জেরা করা হয়।

এসময় আসামী পক্ষের আইনজীবীরা জাকির খানের জামিন আবেদন করলে তা খারিজ করে দেয় আদালত। আগামী ৭ মে সাক্ষ্য গ্রহণের পরবর্তী দিন ধার্য্য করা হয়েছে। 

আদালতে সাক্ষ্য প্রদান শেষে তৈমূর আলম খন্দকার বলেন, আমি সাক্ষী দিয়েছি। সেদিন আসামিপক্ষ জেরা করেছে। আজকেও তারা দুই ঘন্টা জেরা করেছে। কিন্তু তাদের জেরা নাকি শেষ হয়নি। মামলার পরবর্তী তারিখ দেয়া হয়েছে। 

তিনি বলেন, আপনারা বহু ঘটনার সাক্ষী। সেসময় সন্ত্রাস যখন বৃদ্ধি পায় এবং সরকার যখন ক্লিনহার্ট অপারেশন চালু হয় তখন বত্রিশটি ব্যাবসায়ী সংগঠনের সাথে সেনাবাহিনীর বৈঠক হয়েছিল। বৈঠকে সেনাবাহিনীর সদস্যরা বলেছিলেন এখানে কে আছেন যিনি নিজে সন্ত্রাস করেন না এবং তার পরিবারেও কেউ সন্ত্রাস করে না। তখন সাব্বির দাঁড়িয়ে বলেছিল আমি সন্ত্রাস করি না আমার পরিবারেও কোন সন্ত্রাস নেই। তখন সাব্বির এই চাঁদাবাজি, ঝুট সন্ত্রাস, মাদকসহ সব বিষয়ে জাকির খান ও তার বাহিনীর কার্যক্রম তুলে ধরে। তখন থেকেই সাব্বির বাধাপ্রাপ্ত ছিল। সাব্বির বিকেএমইএর পাশাপাশি ঝুট সংগঠনের চেয়ারম্যান ছিল। সেসময় সে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সন্ত্রাসীদের বিরুদ্ধে বিভিন্ন বক্তব্য রাখে। এর পরেই জাকির খান আততায়ীদের মাধ্যমে তাকে হত্যা করে। 

তিনি আরও বলেন, আজ তারা জেরা শেষ করতে পারেনি। আমি যতটুকু জানি আমি কলম্বিয়াতে বাংলাদেশ সরকারের একটি আন্তর্জাতিক সম্মেলনের জন্য গিয়েছিলাম৷ ১৮ ফেব্রুয়ারি আমি দেশে ফিরে আসি এবং তার জানাজা শেষ করি। পরে রাত দশটার দিকে থানায় এজাহার দায়ের করি। জাকির খান এখনও সাজাপ্রাপ্ত আসামি। এবার সে অস্ত্রসহ ধরা পড়েছে। নারায়ণগঞ্জে পতিতালয়ের মালিক কারা ছিল আপনারা জানেন। সন্ত্রাসের বিরুদ্ধে সাব্বির জীবন দিয়ে গেছে। তার জীবন আর ফিরে আসবে না।

জাকির খানের আইনজীবী অ্যাডভোকেট রবিউল ইসলাম বলেছেন, সাব্বির হত্যা মামলা রাজনৈতিক ভাবে ব্যাবহৃত হয়েছে। আমরা আদালতে এটা তুলে ধরার চেষ্টা করেছি। আরও জেরা হবে। সেই জেরার পরে মামলার প্রকৃত বিষয়টা বুঝা যাবে। আগামী ৭ মে তারিখে আবারও মামলার সাক্ষী তৈমূর আলম খন্দকারকে জেরা করা হবে।

তিনি আরও বলেন, আমরা জামিন আবেদন করেছিলাম। আদালততে জামিনের জন্য যুক্তি তুলে ধরেছি। আদালত জামিন নামঞ্জুর করেছেন।