
শীতবস্ত্র বিতরণ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে রওজাতুল মুত্তাকীন দাখিল মাদ্রাসা ও নূরানী বিভাগের উদ্যোগে অভিভাবক সমাবেশ, শীতবস্ত্র বিতরণ, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সবক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বুধবার (১৭ জানুয়ারি) দুপুরে উপজেলার কড়ইতলা ইসলামপুর মাদ্রাসা মাঠে এ অনুষ্ঠানের কার্যক্রম সম্পন্ন করা হয় হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা আব্দুল জাব্বার ট্রাস্টের সভাপতি মাওলানা হাবিবুল্লাহ মোহাম্মদ কুতুবুদ্দীন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশনন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম ভূঁইয়া।বিশেষ অতিথি ছিলেন আড়াইহাজার থানা প্রেসক্লাব সভাপতি মাসুম বিল্লাহ, বিশনন্দী ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান মুজিব, বিশনন্দী ইউনিয়ন আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ আলমগীর হোসেন প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন মাদরাসার ভারপ্রাপ্ত সুপার সাদ্দাম হোসেন। অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক- শিক্ষিকা, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।