শনিবার, ২০ এপ্রিল ২০২৪

|

বৈশাখ ৬ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সড়কে জেলা পরিষদের নির্মাণ সামগ্রী, ভোগান্তি জনসাধারণের

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০১:৪২, ২ অক্টোবর ২০২২

আপডেট: ০৬:১৬, ২ অক্টোবর ২০২২

সড়কে জেলা পরিষদের নির্মাণ সামগ্রী, ভোগান্তি জনসাধারণের

রাস্তায় নির্মাণ সামগ্রী

নারায়ণগঞ্জ শহরের নিউ চাষাঢ়া জামতলার তোলারাম কলেজ সংলগ্ন এলাকায় জেলা পরিষদের বহুতল ভবনের কাজ চলছে। ভবনের নির্মাণ সামগ্রী রাস্তায় পড়ে থাকায় প্রায় বন্ধ হতে চলেছে সড়কটি। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে রাস্তায় চলাচলকারী সাধারণ জনগণ ও শিক্ষার্থীদের। 

শনিবার (১ অক্টোবর) বিকেলে সরেজমিনে ঘুরে এ দৃশ্য দেখা গেছে। 

এসময় ভবন নির্মাণের কাজে ব্যবহৃত পাথর, সিলেট বালু, ইট রাস্তার ওপর ফেলে রাখতে দেখা গেছে। এতে সড়কটির প্রায় অর্ধেকই চলে গেছে নির্মাণ সামগ্রীর দখলে।

নির্মানাধীন ভবনটির পাশেই সরকারি তোলারাম কলেজ। ফলে সড়কটি প্রায় সারাদিনই শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষের বাড়তি চাপ থাকে। সড়ক দখল করে রাখার ফলে ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের।

এ বিষয়ে ভবনটির ঠিকাদার সাফায়াত হোসেন শুভ জানান, এটা তো জেলা পরিষদের বিষয়। আমি সাব কন্ট্রাকে পাইলিংয়ের কাজ করছি। রাস্তা সিটি করপোরেশনের হলেও জায়গাটা জেলা পরিষদের। রাস্তায় যতটুকু নির্মাণ সামগ্রী আছে এটা জেলা পরিষদ থেকে চিঠি দেয়া হয়েছিল। তবে এখানে যে নির্মাণ সামগ্রীগুলো আছে এগুলোর বেশিরভাগই আমাদের না। কাল থেকে আশা করি রাস্তায় আমাদের কোন মালপত্র থাকবে না।