
ফাইল ছবি
নারায়ণগঞ্জে ঈদের নামাজ শেষ হতেই ঈদগাহের পাশে অস্থায়ীভাবে বসা খেলনার হকারদের কাছে বাবাদের টেনে নিয়ে যান শিশুরা।
এসময় তাদের কাছে বায়না ধরেন খেলনা কিংবা বেলুন কিনে দেয়ার। ঈদের দিন শিশুদের এ আবদান পূরণ করতে দেখা গেছে বাবাদের।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকাল ৮ টায় শহরের মাসদাইরে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে প্রথম ঈদ জামাত অনুষ্ঠিত হয়। দ্বিতীয় ঈদ জামাত অনুষ্ঠিত হয় সকাল ৯ টায়। ঈদের নামাজকে কেন্দ্র করে ঈদগাহের চারপাশে বসেছিল নানা হকাররা। তাদের কেউ বিক্রি করছিলেন নানা খেলনা আবার কেউ বিক্রি করছিলেন বেলুন।
খেলার বিক্রেতা জাহিরুল জানান, প্রতি বছর ঈদের দিন এখানে দোকান নিয়ে বসি। ঈদের নামাজের পর সব খেলনা বিক্রি হয়ে যায়। এবারো ব্যতিক্রম হবেনা বলে আশা করছি। বিক্রি ভালো হচ্ছে। সব সময়ের মত কমদামেই আমরা বিক্রি করে থাকি।
বেলুন বিক্রেতা আনিসুল জানান, প্রথম ঈদের জামাতের পর সব বেলুন শেষ হয়ে গেলে দ্রুত আরো বেলুন ফুলিয়ে সেগুলোও দ্বিতীয় ঈদ জামাতের পর শেষ করেছি বিক্রি করে। আলহামদুলিল্লাহ ভালো বিক্রি হয়েছে।
সন্তানকে বেলুন কিনে দেয়া কলেজ রোডের মতিন জানান, নামাজে আসার সময়ই বায়না ধরেছিল বেলুন দেখে যাবার সময় তাকে কিনে দিতে হবে। ঈদের দিন সন্তানকে তাই নামাজ শেষে বেলুন কিনে দিয়েছি। এখন সে খুশি, আমার ভালো লাগছে।