শনিবার, ২৭ জুলাই ২০২৪

|

শ্রাবণ ১১ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

মুক্তিযুদ্ধের মূল উদ্দেশ্য আজ ব্যর্থ: কাজী মনির

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:৫২, ২৫ আগস্ট ২০২৩

মুক্তিযুদ্ধের মূল উদ্দেশ্য আজ ব্যর্থ: কাজী মনির

ফাইল ছবি

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান বলেছেন, এটা আমার জন্মস্থান। এ বাড়ি থেকে বের হয়েই ১৯৭১ সালে শহীদ জিয়ার আহ্বানে আমি যুদ্ধে অংশগ্রহণ করি। যে উদ্দেশ্যে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম কিন্তু সে উদ্দ্যেশ্য আজ ব্যর্থ।

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ ১ আসনের (রূপগঞ্জ) নানা দিক তুলে ধরে এসব কথা বলেন তিনি।  

তিনি আরও বলেন, আমার লজ্জা হয় একজন মুক্তিযোদ্ধা হিসেবে যখন গণতন্ত্রের কথা আমাদের বলতে হয়। মুক্তিযুদ্ধের চেতনা আজ ভুলুন্ঠিত। সে লক্ষ্য অর্জিত হওয়ার আগ পর্যন্ত আমরা এ লড়াই চালিয়ে যাবো।

তিনি বলেন, ১৯৭৮ সালে জিয়াউর রহমান আমাকে ডেকে বললেন আপনি কী বিয়ে করেছেন। আমি বললাম না। তিনি বলল আর পাঁচ বছর বিয়ে করবেন না। এদেশের মানুষের জন্য আর পাঁচটি বছর আপনাদের রাজনীতি করতে হবে। তার হাত ধরেই আমি বিএনপিতে যোগ দেই। তারপর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সভাপতি ছিলাম। ২০০৮ ও ২০১৮ সালে আমি নির্বাচন করেছি। যদিও সেগুলো কোন নির্বাচন ছিল না।

কাজী মনির বলেন, আমি সাধারণ মানুষের পক্ষে ছিলাম আছি। রাজনৈতিক ও সামাজিক সম্পর্ক আমার আছে। এ সরকার এদেশের মানুষের অধিকার হরণ করেছে তাই এ সরকারকে মানুষ প্রত্যাখ্যান করবে।