ফাইল ছবি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রতিবন্ধী চালক সোহেলকে শ্বাসরোধে হত্যার পর অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সোনারগাঁ উপজেলার নয়াপুর পশ্চিমপাড়া এলাকায় রাস্তার পাশের পরিত্যক্ত জায়গা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহত অটোচালক সোহেল ওই এলাকার হাবিবুর রহমানের ছেলে।
নিহতের পরিবার জানায়, গতকাল দুপুরে অটোরিক্সা নিয়ে বাড়ী থেকে বের হয়ে রাতে আর বাড়ি ফেরেনি এবং মোবাইলও বন্ধ পাওয়া যায়। সকালে স্থানীয়দের কাছে খবরপেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ সনাক্ত করে। তাদের অভিযোগ অটোরিক্সা ছিনতাইয়ের উদ্দেশ্যেই তাকে হত্যা করে এখানে ফেলে যায় দুর্বৃত্তরা। হত্যার সাথে জড়িতদের বিচার চান তারা।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল্লাহ জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়নগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার সাথে জড়িতদের সনাক্ত করে গ্রেফতার ও অটোরিক্সা উদ্ধারে পুলিশ একাধিক টিম অভিযান পরিচালনা করেছে।

