রোববার, ০৯ ফেব্রুয়ারি ২০২৫

|

মাঘ ২৬ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

না.গঞ্জের তোলারাম কলেজের বনভোজনের বাস দুর্ঘটনায় নিহত ১, আহত ৮

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৯:১২, ২৪ জানুয়ারি ২০২৫

না.গঞ্জের তোলারাম কলেজের বনভোজনের বাস দুর্ঘটনায় নিহত ১, আহত ৮

পিকনিকের গাড়ি দুর্ঘটনা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে পিকনিকের গাড়ি দুর্ঘটনায় এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরো ৮ জন। আহতদের স্থানীয় বেসরকারি হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল ৭ টার দিকে মিরসরাই উপজেলা মিঠাছরা এলাকার চট্টগ্রামমুখী লেনে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক বোরহান উদ্দিন।

জানা গেছে, আহতরা সবাই ঢাকার নারায়ণগঞ্জের তুলারাম কলেজের শিক্ষার্থী, শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য। বার্ষিক শিক্ষা সফরের অংশ হিসেবে চট্টগ্রামের দর্শনীয় স্থান ভ্রমণের উদ্দেশ্য যাচ্ছিলেন তারা।

জানা গেছে, বার্ষিক শিক্ষা সফরের উদ্দেশে আজ শুক্রবার ভোরে নারায়ণগঞ্জ তুলারাম কলেজের শিক্ষার্থীরা চট্টগ্রামের দর্শনীয় স্থান ভ্রমণের জন্য বের হলে পথিমধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিঠাছরা পার হওয়ার সময় এক মানসিক ভারসাম্যহীন লোককে বাঁচাতে গিয়ে মহাসড়কের পাশে একটি গাছসহ আছড়ে পড়ে বাসটি।