
পার্ক
নারায়ণগঞ্জে ঈদকে কেন্দ্র করে শহর ও আশেপাশের পার্কগুলোতে দেখা গেছে উপচে পড়া ভিড়।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) বিকেলের পর থেকে শহরের পার্কগুলোতে শহরবাসীর ঢল নামে। বাচ্চাদের ও প্রিয়জনদের নিয়ে পার্কগুলোতে এসময় ঘুরে বেড়ান তারা।
সরেজমিনে শহরের শেখ রাসেল পার্ক, চৌরঙ্গী ফ্যান্টাসি পার্ক ঘুরে দেখা গেছে, বিকেলের পর থেকে পার্কগুলোতে ভিড় বাড়তে থাকে। ঈদকে কেন্দ্র করে সকাল থেকে মানুষ বাড়িতে ও স্বজনদের বাড়িতে ঘুরে বেড়ালেও বিকেলের পর ঘুরে বেড়ান এসব পার্কে।
এদিকে শেখ রাসেল পার্কে উপচে পড়া শহরবাসীক ঘিরে অস্থায়ী নানা খাবারের দোকান বসেছে। এসব দোকানে মানুষের ভিড় দেখা গেছে প্রচুর।
চৌরঙ্গী পার্কে মানুষের ঢল নামায় পার্কে প্রবেশের সড়ক নগর খানপুর মোড়ে দেখা গেছে যানবাহনের জটলা। সেখানে পার্কমুখী মানুষের যানবাহনে যানজট সৃষ্টি হয়।
রাসেল পার্কে ঘুরতে আসা সেলিম হাসান দিনার জানান, সকাল থেকে ভিড় ছিলনা। বিকেলের পর মানুষের ঢল নেমেছে পার্কে। আশেপাশের খাবারের দোকানগুলোতে আছে অনেক ভিড়।